ক্রিকেটাররা সাধারণত ৪৫ বছর বয়সে অবসর নেন। বাকি সময়টা পরিবারসহ অবসর যাপন করেন। কিন্তু সেই প্রথার এক বিপরীতমুখী দৃষ্টান্ত স্থাপন করেছেন পর্তুগিজ নারী ক্রিকেটার জোয়ানা চাইল্ড। ৬৪ বছর বয়সে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অভিষেক করে চমকে দিয়েছেন তিনি। পর্তুগালের নারী ক্রিকেট দলের হয়ে সম্প্রতি নরওয়ের বিপক্ষে খেলেছেন এ ব্যাটিং অলরাউন্ডার। ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেস বলও করেন জোয়ানা।
৭ এপ্রিল ছিল পর্তুগাল নারী ক্রিকেট দলের প্রথম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ। এর আগে বেশি বয়সে টি-২০তে অভিষেকের রেকর্ডটি স্যালি বারটনের (৬৬ বছর)।