আনিসুর রহমান জিকো নানা কারণে নিয়মিত একাদশে স্থান পাচ্ছেন না দীর্ঘদিন ধরেই। তবে বাংলাদেশে পেনাল্টি ঠেকাতে তার জুড়ি এখনো পাওয়া কঠিন। এ কারণেই বসুন্ধরা কিংসের রুমানিয়ান কোচ ভ্যালেরিও তিতা গোলপোস্টের সামনে থেকে শ্রাবণকে উঠিয়ে জিকোকে নামিয়ে দেন ম্যাচের ১১৭ মিনিটে। জিকো কোচের আস্থার প্রতিদান দিয়ে টাইব্রেকারে প্রথম শটটা ঠেকিয়েও দেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ম্যাচটা দশজনের আবাহনী জিতে নেয় ৪-২ ব্যবধানে। ম্যাচের ৪২ মিনিটে ফাহিমকে ফাউল করলে রেফারি সায়মন দ্বিতীয়বার আবাহনীর বাবলুকে হলুদ কার্ড দেখালে তিনি মাঠ ছাড়েন। বাকি সময় আবাহনী ১০ জন নিয়ে খেলে। ফেডারেশন কাপে ২১তম ফাইনাল নিশ্চিত করল আকাশি-নীল জার্সিধারীরা। আগের ২০ বারের মধ্যে ১২ বার চ্যাম্পিয়ন হয়েছে দলটি। আটবার রানার্সআপ হয়েছে। একবার ফাইনাল শুরু হওয়ার পর পরিত্যক্ত হয় (১৯৮৪ সালে)।
নতুন এক লড়াইয়ে মুখোমুখি হয়েছিল বসুন্ধরা কিংস এবং আবাহনী লিমিটেড। বসুন্ধরা ফেডারেশন কাপে নকআউট পর্ব হচ্ছে নতুন ফরম্যাটে। দুই গ্রুপের শীর্ষ চার দল খেলছে নকআউট পর্ব। দুই গ্রুপের শীর্ষ দুই দল খেলেছে কোয়ালিফায়ার। বসুন্ধরা কিংস খেলেছে এ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে। আবাহনী লিমিটেড খেলেছে বি গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে। এই লড়াই শেষে জয়ী দল হিসেবে সরাসরি ফাইনাল নিশ্চিত করেছে আবাহনী। তবে বসুন্ধরা কিংস একনো সুযোগ রয়েছে। ‘এ’ গ্রুপের রানার্সআপ ব্রাদার্স ইউনিয়ন এবং ‘বি’ গ্রুপের রানার্সআপ রহমতগঞ্জ গতকাল মুখোমুখি হয় এলিমিনেটরে। এই ম্যাচে জয়ী রহমতগঞ্জ পরের কোয়ালিফায়ারে খেলবে বসুন্ধরা কিংসের সঙ্গে। রহমতগঞ্জকে হারাতে পারলেই আরও একবার আবাহনীর মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ২২ এপ্রিল ফাইনাল অনুষ্ঠিত হবে। তার আগে ১২ এপ্রিল লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে কিংস খেলবে মোহামেডানের বিপক্ষে।
গতকাল কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দুই বিদেশি নিয়ে একাদশ সাজায় বসুন্ধরা কিংস। ব্রাজিলিয়ান ডিফেন্ডার ড্যাসিয়েল এলিস এবং জনাথন ফার্নান্দেজকে নিয়ে দল সাজিয়ে খুব একটা সুবিধা করতে পারেননি রুমানিয়ান কোচ তিতা। বসুন্ধরা কিংসের নিয়মিত ফুটবলার তারিক কাজী ইনজুরিতে। মিগেল ফিগেইরা নেই। ইনজুরি কাটিয়ে ওঠা আর্জেন্টাইন ফরোয়ার্ড হুয়ান লেসকানোও একাদশে ছিলেন না। এ কারণেই কিংসকে চেনা রূপে দেখা যায়নি। অবশ্য মজিবুর রহমান জনির ৫৭ মিনিটের গোলে বসুন্ধরা কিংস জয়ের আশা করছিল। ৮৩ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল দলটি। ৮৪ মিনিটে আরমান ফয়সাল আকাশের গোলে সমতায় ফেরে আবাহনী লিমিটেড। এরপর নির্ধারিত নব্বই এবং অতিরিক্ত ত্রিশ মিনিটে কোনো দল গোলই করতে পারেনি। ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে আবাহনীর জাফর ইকবালের শট আটকান আনিসুর রহমান জিকো। পরে রাফায়েল অগাস্তো, এমেকা, সবুজ, মোহাম্মদ ইব্রাহিমের শট আটকাতে পারেননি তিনি। অন্যদিকে কিংসের জোনাথন ফার্নান্দেজ এবং শেখ মোরসালিন গোল করলেও ব্যর্থ হন রাব্বি হোসেন রাহুল এবং ড্যাসিয়েল। রাব্বির শট ডান দিক ঝাঁপিয়ে আটকান মিতুল। এরপর ড্যাসিয়েলের শট উড়ে যায় পোস্টের ওপর দিয়ে। কিংসের জার্সিতে প্রথম ম্যাচ খেলার অভিজ্ঞতা ভালো হলো না তার।
প্রিমিয়ার লিগে গত ডিসেম্বরের লড়াইয়ে বসুন্ধরা কিংসকে কুমিল্লার এ মাঠেই হারিয়েছিল আবাহনী। ১-০ গোলে জয় পেয়েছিল আকাশি-নীল জার্সিধারীরা। আরও একবার কিংসকে পরাজিত করল আবাহনী।
ফেডারেশন কাপে অপর কোয়ালিফায়ারে জয় পেয়েছে রহমতগঞ্জ। তারা ব্রাদার্স ইউনিয়নকে ২-১ গোলে হারিয়েছে। ম্যাচের ৩৫ মিনিটে সানডের গোলে এগিয়ে যায় ব্রাদার্স। স্যামুয়েলের ৬৩ মিনিটের গোলে সমতায় ফেরে রহমতগঞ্জ। ১-১ ব্যবধানের ড্রতে শেষ হয় নির্ধারিত নব্বই মিনিট। এরপর অতিরিক্ত ত্রিশ মিনিটে গড়ায় ম্যাচ। ১০০ মিনিটে সলোমন কিং গোল করে রহমতগঞ্জকে জয় উপহার দেন। ফাইনালে উঠার লড়াইয়ে এবার মুখোমুখি হবে বসুন্ধরা কিংস এবং রহমতগঞ্জ। এই ম্যাচ জিততে পারলে ফাইনাল খেলার সুযোগ পাবে বসুন্ধরা কিংস। গতবার মোহামেডানকে হারিয়ে ফেডারেশন কাপ জয় করে কিংস। এবার কী অপেক্ষা করছে দলটির সামনে?