তোমার শহরে আসি চলে যাই ফের
তোমাকে দেখার সাধ মনে নিয়ে ঢের
চোরাচালানের মতো এই যাওয়া আসা
দিন দিন বাড়ে ঋণ, সেই ভালোবাসা
পাথরে পাথর ঘেঁষা ফুলকির মতো
উড়ে উড়ে ওঠে প্রেম বুকে নিয়ে ক্ষত
কিভাবে যে জানো তুমি, সব হয় জানা
খোঁজ রাখো সব পথ, শুনে হই ফানা
যতই আড়াল করি ফাঁক তবু থাকে
ভালোবাসা ঢাকা যায়? থাকে রাখঢাকে?