অস্থায়ী আবাসন সুবিধা নিশ্চিতসহ তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কাঁথা-বালিশ নিয়ে অবস্থান কর্মসূচিতে বসেছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিটিউটের শিক্ষার্থী শের আলী।
গতকাল বিকাল থেকে তিনি নিজ বাসা থেকে কাঁথা-বালিশ নিয়ে এসে এ কর্মসূচি পালন শুরু করেন। এ সময় তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। অনেকে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। ?তিন দফা দাবির মধ্যে রয়েছে ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করা। এক সপ্তাহের মধ্যে দুটা হলের (বানী ভবন ও হাবিবুর রহমান হল) নির্মাণ কাজ শুরু এবং এক বছরের মধ্যেই শেষ করা।
এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ শুরু করা।