গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে রাজবাড়ীর দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গণস্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপক মো. জুলফিকার আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ শহিদুল ইসলাম, কর্মজীবী কল্যাণ সংস্থা টিপ প্রকল্প ও সেফ হোমের ম্যানেজার মো. শাহাদৎ হোসেন, পায়াক্ট বাংলাদেশ সংস্থার ম্যানেজার শেখ রাজীব, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. প্রান্ত দাস প্রমুখ।