কক্সবাজারে রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির ৬০ জোড়া ইউনিফর্মসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। কক্সবাজার জেলার সদর উপজেলার খুরুশকুল ইউপির তেতৈয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়েছে। র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক আ. ম ফারুক সোমবার রাত ১২ দিকে জানান, কতিপয় দুষ্কৃতকারীর মাধ্যমে আরাকান আর্মির ইউনিফর্ম রোহিঙ্গা ক্যাম্প এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে গত ২৩ মার্চ বিকালে র্যাব-১৫ সিপিএসসির একটি আভিযানিক দল কক্সবাজার জেলার সদর উপজেলার খুরুশকুল ইউপির তেতৈয়া ঘাটের পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় দুই নারীসহ তিনজনকে আরাকান আর্মির ৬০ জোড়া ইউনিফর্ম, নগদ ৩৫ হাজার টাকা ও চারটি মোবাইলসহ গ্রেপ্তার করে। নুর মোহাম্মদ (৫০) নামের আরেকজন পালিয়ে যায়।
গ্রেপ্তাররা হলেন উখিয়ার শফিকা আক্তার (৩৭), মিনুয়ারা আক্তার (৩৩) ও ইকবাল হাসান (১৪)। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানান, পলাতক নুর মোহাম্মদের নেতৃত্বে তারা এ ইউনিফর্মগুলো তৈরি করে এবং বিভিন্ন অন্তর্ঘাতমূলক সন্ত্রাসী কর্মকাে ব্যবহার করে। গ্রেপ্তার আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।