শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে আলোচনায় বসেছে আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের প্রতিনিধি দল।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ বৈঠক শুরু হয়।
জানা গেছে, শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে পলিটেকনিক শিক্ষার্থীদের ১৬ সদস্যের প্রতিনিধি অংশ নিয়েছে। বৈঠক শেষে আলোচনার বিষয়ে বিস্তারিত জানানো হবে।
সারা দেশে ছয় দফা দাবি আদায়ে আন্দোলন করে আসছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। আজ সকাল থেকে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করার কথা ছিল। তবে মধ্যরাতে ভিডিও বার্তায় সেটি বাতিল করেন তারা।
ভিডিও বার্তায় কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি মাসফিক ইসলাম বলেন, বৈঠকে ছয় দফাসহ অন্যান্য বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এই চূড়ান্ত সিদ্ধান্তের ওপর ভিত্তি করে সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে। বৈঠক চলাকালে কর্মসূচি স্থগিত থাকবে।
বিডি প্রতিদিন/কেএ