আরএফএলের গ্রাস ম্যাট রপ্তানি শুরু
নরসিংদীর ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত আরএফএল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আরএফএল প্লাস্টিকস লিমিটেডের নিজস্ব কারখানা থেকে ‘সাপোর্ট’ ব্যান্ডের গ্রাস ম্যাটের প্রথম চালান ফিলিপাইনের উদ্দেশে পাঠানো হয়েছে। আরএফএল প্লাস্টিকস লিমিটেডের নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, গ্রাস ম্যাট মূলত বিল্ডিংয়ের ইন্টেরিয়র ও এক্সটেরিয়রের সৌন্দর্য বৃদ্ধিতে, খেলার মাঠ তৈরিতে এবং বিভিন্ন ল্যান্ডস্কেপিং কাজে ব্যবহৃত হয়।
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পরিষদের সভা গত রবিবার, ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ওবায়েদ উল্লাহ আল মাসুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, মো. আবদুস সালাম, এফসিএ, এফসিএস, প্রফেসর ড. এম মাসুদ রহমান, মো. আবদুল জলিল ও প্রফেসর ড. এম জুবায়দুর রহমান, এমডি মুহাম্মদ মুনিরুল মওলা, প্রফেসর ড. মুহাম্মাদ আবদুস সামাদ, এএমডি মো. ওমর ফারুক খান প্রমুখ।
ব্র্যাক ব্যাংক ও পিএইচপি গ্রুপের মধ্যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ
ব্র্যাক ব্যাংক বিশেষায়িত ব্যাংকিং সেবা দেওয়ার মাধ্যমে ব্যবসায়িক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে পিএইচপি গ্রুপের চুক্তি করেছে। পিএইচপি গ্রুপের পরিচালক মো. আলী হোসেন এবং ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান চট্টগ্রামের খুলশীতে পিএইচপি গ্রুপের করপোরেট অফিসে এ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করেন।
ওয়ালটনের ১৩ মডেলের হাইব্রিড সোলার সলিউশন
দেশের শীর্ষ প্রযুক্তিপণ্যের ব্র্যান্ড ওয়ালটন নিয়ে এসেছে ১৩টি নতুন মডেলের হাইব্রিড সোলার আইপিএস সলিউশন। ওয়ালটনের নতুন মডেলের হাইব্রিড সোলার আইপিএস সলিউশন শক্তিশালী পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ এবং সোলার প্যানেলের সাহায্যে পরিবেশবান্ধব, নবায়নযোগ্য ও টেকসই বিদ্যুৎ সরবরাহের সুবিধা প্রদান করে। এর ফলে, সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ খরচ কমানোর পাশাপাশি গ্রাহকরা পরিবেশ সুরক্ষায় অবদান রাখতে সক্ষম হবেন।-বিজ্ঞপ্তি
অ্যাপের মাধ্যমে ই-মানি গ্রহণ ও ট্রান্সফারের সুযোগ
বিকাশ এজেন্টরা এখন তাদের এজেন্ট অ্যাপ থেকেই যে কোনো সময়ে ই-মানি গ্রহণ এবং ট্রান্সফার করতে পারছেন। অ্যাপের ‘বিটুবি সেন্ড (ব্যাংক)’ এবং ‘বিটুবি রিসিভ (ব্যাংক)’ সেবা ব্যবহার করে প্রতিদিন সর্বোচ্চ ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা এবং মাসে ৫০,০০,০০০ (পঞ্চাশ লক্ষ) টাকা পর্যন্ত ই-মানি গ্রহণ এবং ট্রান্সফার করতে পারছেন এজেন্টরা। ফলে, একদিকে সক্ষমতা ও গতিশীলতা বেড়ে তাদের ব্যবসার প্রসার হওয়ার সুযোগ তৈরি হলো, অন্যদিকে এজেন্ট পয়েন্ট থেকে আরও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত হলো বিকাশ গ্রাহকদের জন্য। এজেন্টদের ব্যবসায়িক সুবিধার্থে প্রতিনিয়ত নিত্যনতুন সেবা সংযোজন করে যাচ্ছে বিকাশ। এরই ধারাবাহিকতায় নতুন এ সেবা ‘অটোমেটেড ক্যাশ ম্যানেজমেন্ট’ বা ‘২৪/৭ ক্যাশ ম্যানেজমেন্ট’ চালু করল বিকাশ। এখন, ই-মানি না থাকলেও গ্রাহকের প্রয়োজন অনুযায়ী সেবা দিতে পারবেন এজেন্টরা। প্রয়োজন অনুযায়ী তারা নিজেদের বিকাশ এজেন্ট অ্যাপের লিংকড ব্যাংক অ্যাকাউন্ট থেকে তৎক্ষণাৎ ই-মানি গ্রহণ করতে পারছেন। -বিজ্ঞপ্তি