ফিলিস্তিনকে রক্ষায় সারা বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যারা রুখে দাঁড়ানোর কথা, তারা নীরব। এভাবে চলতে পারে না। মানবতার স্বার্থে সবাইকে এক হতে হবে। তা না হলে ইসলাম, নবিজি (সা.)-এর প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসাও প্রশ্নবিদ্ধ হবে।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’-এর আয়োজনে গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশ জাতিসংঘের মানবতা সনদের স্বাক্ষরকারী। ৭১ সালে আমরা নিজেরাই গণহত্যার শিকার হয়েছি। তাই গণহত্যা কতটা ভয়ংকর তা আমরা জানি। আজ ফিলিস্তিনে সেই গণহত্যা চলছে।
তিনি বলেন, ২৪ সালের গণঅভ্যুত্থানের সময় প্রধানমন্ত্রী দাবিদার শেখ হাসিনা মানবতাবিরোধী ভূমিকা নিয়েছিলেন। রক্ত ঝরার পর পালাতে বাধ্য হয়েছিলেন। ইহুদিরা একসময় হিটলারের হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, তখন মুসলমানরাও প্রতিবাদ করেছিল। আজ সেই ইহুদিরাই ফিলিস্তিনিদের ভূমি দখল করে গণহত্যা চালাচ্ছে। শিশু-নারীদের হত্যা করছে।
দুদু বলেন, মঙ্গলবারের প্রতিবাদে কিছু দুষ্কৃতকারী ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে, যা মানবতার কলঙ্ক। এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফিলিস্তিনিদের পক্ষে ছিলেন। বিএনপিও বরাবরের মতো ফিলিস্তিনের পাশে আছে।
দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, সাবেক এমপি শামীম কায়সার লিংকন, মুক্তিযোদ্ধা দলের নেতা লায়ন আনোয়ারসহ অনেকে।
বিডি প্রতিদিন/কেএ