চট্টগ্রামের বাঁশখালীতে দাওয়াত না পেয়ে দলবল নিয়ে বিয়ের আসরে হামলা চালিয়েছেন বরের ভগ্নিপতি। এতে দুজন আহত হন। বুধবার উপজেলার বৈলছড়ি এলাকায় এসকেবি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- বরের ভাই জমির উদ্দিন (২৮) ও আরেক ভগ্নিপতি ফজল কাদের (৩৫)।
জানা গেছে, সৌদি প্রবাসী জসিম উদ্দিন বুধবার বিয়ের পিঁড়িতে বসেন। কিন্তু পূর্ব শত্রুতার জেরে বোনকে বিয়েতে দাওয়াত না দেওয়ায় বোনের স্বামী রশিদ মিয়া লোকজন নিয়ে বিয়ের আসরে হামলা চালান। জসিম উদ্দিন বলেন, বিদেশে যাওয়ার সময় বোনের থেকে ধার নিয়েছিলাম। সে ধার শোধ করা হলেও অস্বীকার করে আসছেন আমার বোন ও ভগ্নিপতি। সম্প্রতি তারা আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছিলেন। তাই বিয়েতে দাওয়াত দেওয়া হয়নি। সেই ক্ষোভে বিয়ের আসরে ভগ্নিপতি রশিদ দলবল নিয়ে হামলা চালান। আমরা থানায় অভিযোগ দিয়েছি। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, বর ও তার স্বজনরা লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।