এবার ‘বৃহত্তর ইসরায়েল’ তৈরির খায়েশ দেখছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি ফিলিস্তিন, জর্ডান, লেবানন এবং সিরিয়ার ভূখণ্ডের একাংশকে জুড়ে যে নতুন মানচিত্র প্রকাশ করেছে এই দখলদার নেতা। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে আরব দুনিয়ায়।
আরবি ভাষার এক্স অ্যাকাউন্টে গত ৬ জানুয়ারি ‘বৃহত্তর ইসরায়েল’-এর মানচিত্র প্রকাশ করে নেতানিয়াহুর সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফিলিস্তিন, জর্ডান, লেবানন এবং সিরিয়ার পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব এমনকি, পশ্চিম এশিয়ার আন্তর্জাতিক মঞ্চ ‘আরব লিগ’ নেতানিয়াহু সরকারের এই পদক্ষেপের নিন্দা করেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে অভিযান চালানোর অছিলায় গাজার অধিকাংশ এলাকাই দখলে নিয়েছে ইসরায়েলি সেনা। মিডল ইস্ট মনিটর