কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর সমাবেশে জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে। রবিবার পশ্চিম কেনিয়ার মিগোরি কাউন্টিতে সমাবেশ চলকালীন তার দিকে ছোড়া জুতা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন রুটো। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা কিছু ভিডিওতে দেখা গেছে, জীবনযাত্রার ব্যয় সম্পর্কিত বিষয় নিয়ে কথা বলার সময় জনরোষের কারণ হয়ে পড়েন উইলিয়াম রুটো।
পূর্ব আফ্রিকার এই দেশটিতে যদিও কর বৃদ্ধি ত্যাগ করতে এবং বিরোধী দলের সদস্যদের মন্ত্রিসভায় আমন্ত্রণ জানাতে বাধ্য করা হয়েছে রুটোকে। তবুও দেশটিতে জনসাধারণের অসন্তোষ তীব্র এখনো। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা তিনটি ভিডিওতে দেখা গেছে, রবিবার পশ্চিম কেনিয়ার মিগোরি কাউন্টিতে সমাবেশ চলাকলীন রুটোর দিকে ছোড়া উড়ন্ত জুতা হাত দিয়ে আটকে দেন তিনি। তবে এ ঘটনায় তেমন আহত হতে দেখা যায়নি তাকে। অবশ্য ঘটনার পর পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। সূত্র: সিএনএন।
বিডি প্রতিদিন/এএম