কুক দ্বীপপুঞ্জের নিজস্ব পাসপোর্টের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে নিউজিল্যান্ড। কুক দীপপুঞ্জ তাদের নাগরিকদের জন্য আলাদা পাসপোর্ট চালু করতে চেয়েছিল। সেই সাথে তাদের নিউজিল্যান্ডের নাগরিকত্বও বজায় রাখার অনুমতি চেয়েছিল তারা।
কুক দ্বীপপুঞ্জ একটি স্ব-শাসিত প্রশান্ত মহাসাগরীয় দেশ। নিউজিল্যান্ডের সাথে "ফ্রি অ্যাসোসিয়েশন" এ রয়েছে দ্বীপপুঞ্জটি। এই দ্বীপপুঞ্জের বৈদেশিক বিষয় এবং প্রতিরক্ষার দিকটি দেখে থাকে নিউজিল্যান্ড।
কুক দ্বীপবাসী নিউজিল্যান্ডে বসবাস, কাজ এবং স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারে।
কুক দ্বীপুঞ্জের প্রধানমন্ত্রী মার্ক ব্রাউন কুক বলেছেন, দ্বীপবাসীদের নিজস্ব পাসপোর্টের প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু নিউজিল্যান্ড বলেছে যে, কুক দ্বীপপুঞ্জ সম্পূর্ণ স্বাধীন না হওয়া পর্যন্ত এটি সম্ভব নয়।
কুক দ্বীপপুঞ্জের এক লাখের মতো বাসিন্দা বর্তমানে নিউজিল্যান্ডে বসবাস করে। আর বর্তমানে কুক আইল্যান্ডসে বসবাস করা লোকের সংখ্যা ১৫ হাজার।
বিডি প্রতিদিন/নাজমুল