একদিকে বলিউডের ভাইজান সালমান খানকে একের পর এক প্রাণনাশের হুমকি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের। সালমান তো প্রাণ বাঁচাতে কঠোর নিরাপত্তার মোড়কে নিজেকে মুড়ে নিয়েছেন। তবে জানেন কি, অনেক বছর আগে, মারাত্মক এক পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন সুনীল শেট্টি। কপালে বন্দুক ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল অভিনেতাকে। তাও আবার সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি সুনীল শেট্টি সাক্ষাৎকারে এক ভয়াবহ অভিজ্ঞতার গল্প শোনান। যেখানে প্রায় মরতে বসেছিলেন সুনীল।
এই সাক্ষাৎকারে সুনীল বলেন, সালটা ২০০১। তখন আমরা আমেরিকায় কাটে সিনেমার শুটিং করছি। হঠাৎই সেই বীভৎস কাণ্ড। ৯/১১ এ চোখের সামনে দেখলাম টুইন টাওয়ারের সেই ভয়ংকর ঘটনা। সেই সময়ই একদিন আমি রাস্তা থেকে হোটেলে ঢুকছিলাম। হঠাৎ পকেটে হাত দিয়ে দেখি, রুমের চাবি নেই। হোটেলের এক কর্মচারীকে বললাম, আমি চাবিটা হারিয়ে ফেলেছি। তুমি কী সাহায্য করতে পারবে!
তিনি বলেন, ছেলেটি কিচ্ছু না বলে বাইরে ছুটে যায়। পুলিশ ডেকে আনে। পুলিশ আমার কোনও কথা না শুনেই আমার মাথায় বন্দুক ধরে। আর বলে, বসে পরো, না হলে গুলি চালিয়ে দেব! আমি কিছু না বুঝতে পেরেই মাটিতে বসে যাই। আমার এই অবস্থা দেখে অবশেষে, টিম আসে। আর পুলিশকে বোঝানো হয়। সত্যি সেই দিনটা খুব ভয় পেয়েছিলাম।
বিডি প্রতিদিন/কেএ