কয়েক মাস ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, বিচ্ছেদের পথে হাঁটছেন বলিউডের পাওয়ার কাপল গোবিন্দ-সুনীতা। ভারতীয় গণমাধ্যম বলছে, মেয়ে টিনার থেকে ছোট বয়সী এক মারাঠি অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন গোবিন্দ। যেটাই অন্যতম কারণ তাদের সংসার ভাঙনের।
যদিও এ প্রসঙ্গে এখনও পর্যন্ত নীরব এই দম্পতি। তবে এ বিষয়ে মুখ খুলেছেন তাদের আইনজীবী। তিনি জানান, সুনীতা মাস ছয়েক আগে বিচ্ছেদ চেয়ে আবেদন জানিয়েছিলেন।
আইনজীবী ললিত বিন্দালের কথায়, ‘আসলে দম্পতিদের মধ্যে এমনটা হয়েই থাকে। যদিও নতুন বছরে আমরা সকলে নেপালের পশুপতিনাথ মন্দিরে যাই। তাদের মধ্যে এখন সব ঠিকঠাক আছে। তারা একসঙ্গে ছিলেন আর থাকবেন।’
সুনীতার ম্যানেজারও তাদের বিবাহবিচ্ছেদের খবর উড়িয়ে দিয়েছেন। গোবিন্দ নিজেও জানান, আপাতত তার কিছু ব্যবসার কাজ রয়েছে। আগামী দিনে একটি ছবির কাজেও ব্যস্ত থাকবেন তিনি। তাই অন্য কোনও দিকে নাকি মন দেওয়ার সময় নেই তার।
বিডি-প্রতিদিন/শআ