মহান একুশের ভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিও পেয়েছে। অথচ ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পর থেকে গত ৭৩ বছরে ভাষা দিবসের ছবি নির্মাণে নির্মাতাদের কোনো আগ্রহ দেখা যায়নি। এ সময়ে ভাষার ছবি নির্মাণ হয়েছে মাত্র তিনটি। এগুলো হলো- ‘জীবন থেকে নেয়া’, ‘বাঙলা’ ও ‘ফাগুন হাওয়ায়’। ভাষা আন্দোলন নিয়ে ছবি নির্মাণে কেন আগ্রহ নেই নির্মাতাদের? এমন প্রশ্নের জবাবে প্রখ্যাত চলচ্চিত্রকার ছটকু আহমেদ বলেন, ‘আসলে বিষয়টি নিয়ে একমাত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সরকার। সরকার চাইলে অনুদানের সিনেমা নেওয়ার সময় যেমন বলে দেন মুক্তিযুদ্ধভিত্তিক একটি সিনেমাকে অনুদান দেওয়া হবে, ঠিক তেমনি লিখে দেওয়া উচিত ভাষা আন্দোলন নিয়ে একটি সিনেমার জন্য অনুদান দেওয়া হবে।’ একই মত প্রকাশ করলেন নির্মাতা বদিউল আলম খোকনও। তিনি বলেন, সরকার অনুদান দেওয়ার সময় যদি বলে দেয়- এবার ভাষা আন্দোলন নিয়ে সিনেমা বানানোর জন্য ৫ সিনেমাকে অনুদান দেওয়া হবে, তখন অনেকেই এগিয়ে আসবে ভাষার সিনেমা বানাতে। চলচ্চিত্র নির্মাতা, মুশফিকুর রহমান গুলজার বলেন, সাধারণত যে নির্মাতারা বাণিজ্যিক চলচ্চিত্র নির্মাণ করে থাকেন তারা এ ধরনের চলচ্চিত্র নির্মাণে আগ্রহী নন। পাশাপাশি এমন একটি ক্যানভাসের ছবি নির্মাণ করতে হলে অনেক কিছু প্রয়োজন। সেক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন রাষ্ট্রের সহযোগিতা। চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্তরা মনে করছেন, নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে বড় ভূমিকা রাখতে পারে চলচ্চিত্র, এ জন্য প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা। দেশ স্বাধীনের আগে জহির রায়হান ‘হাজার বছর ধরে’ নির্মাণ করলেও সেটাকে পুরোপুরি ভাষা আন্দোলনের সিনেমা বলা যায় না। শহীদুল ইসলাম খোকনের ‘বাঙলা’ সিনেমাটি ভাষা আন্দোলনের হলেও সিনেমা হিসেবে খুব বেশি নামডাক কামাতে পারেনি। এটি নির্মিত হয়েছে ভাষা আন্দোলনের ৫৪ বছর পর। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে সর্বশেষ ছবি নির্মাণ করেছেন অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদ ২০১৯ সালে। তাঁর ‘ফাগুন হাওয়ায়’ সিনেমাটি দেশ-বিদেশের বিভিন্ন উৎসবে প্রশংসা কুড়িয়েছে। দেশ স্বাধীনের আগে জহির রায়হান ‘একুশে ফেব্রুয়ারি’ নামে চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নেন। এফডিসিতে সেটা জমা দিয়েছিলেন। ‘সৃজনী’ চলচ্চিত্রের ব্যানারে এটি নির্মিত হওয়ার কথা ছিল। পরে তৎকালীন সরকারের অসহযোগিতার কারণে এটি আলোর মুখ দেখেনি। ১৯৭০ সালে গণ আন্দোলনের পটভূমিতে ‘জীবন থেকে নেয়া’ নির্মাণ করলেন জহির রায়হান। সেখানে একুশে ফেব্রুয়ারির একটি অংশ রয়েছে। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানটি ব্যবহৃত হয় এ ছবিতে। ছবিতে প্রভাতফেরি ও বিভিন্ন সংগঠনের পুষ্পস্তবক অর্পণের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এ দেশের চলচ্চিত্রের ইতিহাসে ‘জীবন থেকে নেয়া’ একমাত্র চলচ্চিত্র, যাতে সমকালীন গণ আন্দোলন, ছাত্র আন্দোলন, রাজনীতি, পুলিশি নির্যাতন, একুশের বিভিন্ন কর্মসূচি, বাঙালি জাতীয়তাবাদ, সাধারণ মানুষের ওপর নির্যাতনের প্রতিবাদ, একনায়কতন্ত্র ও সামরিকতন্ত্রের সোচ্চারের বিরুদ্ধে প্রতিবাদ ইত্যাদি প্রসঙ্গ ও ঘটনা, পারিবারিক কর্তৃত্বের মেয়েলি লড়াই রূপকের আড়ালে তুলে ধরা হয়েছিল। ‘জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রটি মুক্তির পরের বছর বাংলাদেশ স্বাধীন হয়। দেশ স্বাধীনের পরের মাসেই মারা যান জহির রায়হান। তারপর মুক্তিযুদ্ধ নিয়ে অনেক সিনেমা নির্মিত হলেও ভাষা আন্দোলন নিয়ে সেভাবে কেউ ভাবেননি। স্বাধীনতার প্রায় ৩৫ বছর পর ভাষা আন্দোলন নিয়ে নির্মিত হয় দ্বিতীয় সিনেমা। ২০০৬ সালে প্রখ্যাত কথাসাহিত্যিক আহমদ ছফার লেখা উপন্যাস ‘ওংকার’ অবলম্বনে নির্মিত সিনেমাটির নাম ‘বাঙলা’। ছবিটি নির্মাণ করেন গুণী নির্মাতা শহীদুল ইসলাম খোকন। এ ছবিতে হুমায়ুন ফরীদি, মাহফুজ আহমেদ, শাবনূর অভিনয় করেন। ‘বাঙলা’র ১৩ বছর পর ২০১৯ সালে অভিনেতা-পরিচালক তৌকীর আহমেদ নির্মাণ করেন ‘ফাগুন হাওয়ায়’। টিটো রহমানের গল্প ‘বউ কথা কও’ অবলম্বনে নির্মিত এ সিনেমায় নুসরাত ইমরোজ তিশা, সিয়াম আহমেদ, আবুল হায়াত, ফজলুর রহমান বাবু অভিনয় করেন। ৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ তিনটি বিভাগে পুরস্কৃত হয় সিনেমাটি। বর্তমানে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা নির্মাণ আগে থেকে কিছুটা বাড়লেও ভাষা আন্দোলন নিয়ে সিনেমার কথা শোনা যায়নি। তবে বেশ কিছু প্রামাণ্য চলচ্চিত্র নির্মিত হয়েছে ভাষা আন্দোলনকে উপজীব্য করে। সরকারিভাবে ‘হৃদয়ে একুশ’ ও ‘বায়ান্নর মিছিল’ নামে ডকুমেন্টারি বানানো হয়েছে। কিন্তু থেমে গেছে ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ।
শিরোনাম
- ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র নেটওয়ার্কের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
- চট্টগ্রামে পৃথক ঘটনায় দুই গৃহবধূর মৃত্যু
- শহীদ মাসুমের পরিবারের চোখের জলে ভেজা ঈদ
- ঈদে রামসাগর-স্বপ্নপুরীতে দর্শনার্থীদের ঢল
- উইকেট পেয়ে উদযাপন করে শাস্তি, এমনকি ট্রোলের শিকার আইপিএলে
- আশাশুনিতে বিস্তর এলাকা প্লাবিত, বেড়িবাঁধ মেরামতে সেনাবাহিনী
- শাকিব ভক্তরা বেছে নিল ‘বরবাদ’, সিনেপ্লেক্স থেকে বাদ ‘অন্তরাত্মা’
- রাজধানীর থানাগুলো দ্রুত নিজস্ব ভবনে স্থানান্তর হবে
- নতুন নামে ‘স্পাইডার-ম্যান ৪’, মুক্তি কবে?
- রংপুরে বিনোদন কেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড়
- গুলশান-বনানীর সড়ক ব্যবহারে ট্রাফিকের নতুন নির্দেশনা
- নড়াইলে মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- তাইওয়ান প্রণালীতে চীনা মহড়ায় নিরাপত্তাকে ‘ঝুঁকির’ মধ্যে ফেলেছে : যুক্তরাষ্ট্র
- দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে তারেক রহমানের নেতৃত্বে : এ্যানি
- ঠাকুরগাঁও কারাগারে ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ওয়ানডে সিরিজেও কিউইদের কাছে পাকিস্তানের শোচনীয় পরাজয়
- সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে জঙ্গি সমস্যা উত্থিত হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা
- বাণিজ্য চুক্তি চূড়ান্তে বিমসটেক সদস্যদের সহযোগিতা চাইল বাংলাদেশ
- গাড়িতে হাওয়া দেওয়ার মেশিন বিস্ফোরণে নিহত ১, আহত ২
- ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে পৃথক সংঘর্ষে আহত অন্তত ৪৫
ভাষা আন্দোলনের ছবি নির্মাণে আগ্রহ নেই কেন
আলাউদ্দীন মাজিদ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর