ঐশ্বরিয়া রাই থেকে ক্যাটরিনা কাইফ- বহু নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে। কিন্তু তিনি চিরকুমার। অনুরাগীদের আশা, এক দিন ঠিক বিয়ে করবেন সালমান খান। যদিও বিয়ে নিয়ে আর কোনো পরিকল্পনাই নেই বলিউড মেগাস্টারের। একাধিক সাক্ষাৎকারে তা জানিয়েছেন সালমান। আবার এ-ও বলেছেন, বিয়ে না হলেও বাবা হওয়ার এখনো সময় আছে। ভাইপো আরহান খানের পডকাস্টে এসে এমন মন্তব্যই করলেন অভিনেতা। পডকাস্টে আরহানের সঙ্গে তাঁর দুই বন্ধুও ছিলেন। শুরুতেই সালমান মজা করে প্রশ্ন করেন, এ পডকাস্ট করে কী হবে? আরহানের দুই বন্ধু জানান, ভবিষ্যতে এ কথোপকথন তাদের সন্তানেরা দেখবে। তখনই কথা প্রসঙ্গে সালমান নিজের সন্তান হওয়ার সম্ভাবনা নিয়ে মন্তব্য করেন। ভাইজান আরহানের বন্ধুদের বলেন, ‘তোমাদের বাবা হওয়ার এখনো দেরি আছে। আমারও সময় আছে। খানিক বেশিই সময় আছে।’ এই শুনে থতমত খেয়ে যান আরহান ও তাঁর বন্ধুরা। গত ডিসেম্বরে ৫৯ বছর পূর্ণ করলেন সালমান।