সর্বোচ্চ ৩২ গ্র্যামি জয়ের রেকর্ডটা তাঁর দখলে আগে থেকেই ছিল, সবচেয়ে বেশি মনোনয়নের রেকর্ডটাও এবার বাগিয়ে নিয়েছিলেন বিয়ন্সে। ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়েছিলেন বিশ্বসংগীতের এই মহাতারকা। তাই সবার চোখ ছিল গায়িকার দিকেই। তবে মূল পুরস্কার অনুষ্ঠানে বিয়ন্সেকে ছাড়িয়ে গেলেন কেনড্রিক লামার। এতে অবশ্য বিয়ন্সের রেকর্ড আটকায়নি। গতকাল রাতে লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টোডটকম অ্যারেনায় বসেছিল ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর। অনেকে ধরেই নিয়েছিলেন সং অব দ্য ইয়ার, অ্যালবাম অব দ্য ইয়ার, রেকর্ড অব দ্য ইয়ার বিভাগগুলোতে বিয়ন্সে, টেলর সুইফট অথবা চার্লি এক্সসিএক্স বাজিমাত করবেন। কিন্তু সবাইকে চমকে দিয়েছেন কেনড্রিক লামার। তরুণ এই র্যাপার ‘নট লাইক আস’-এর জন্য জিতেছেন ‘রেকর্ড অব দ্য ইয়ার’ পুরস্কার, একই গানের জন্য ‘সং অব দ্য ইয়ার’ পুরস্কারও জিতেছেন তিনি। সব মিলিয়ে এবারের গ্র্যামিতে সর্বোচ্চ পাঁচটি পুরস্কার জিতেছেন লামার। ১১ মনোনয়ন পেলেও শেষ পর্যন্ত বিয়ন্সে পেয়েছেন দুই পুরস্কার। আর শীর্ষে এলেন লামার।