নগর বাউল জেমস। দেশ ও দেশের বাইরে তাঁর ভক্তের সংখ্যা অগণিত। পুরনো গান দিয়ে তিনি শ্রোতাদের মাতিয়ে রাখছেন যুগের পর যুগ। ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ফ্লাওয়ার ফেস্ট’-এর ‘গালা নাইট’ কনসার্টে গাইবেন তিনি। জেলা প্রশাসন চট্টগ্রামের এ আয়োজনে নগর বাউলের পাশাপাশি পারফরম করবে এ সময়ের আলোচিত আরও সাতটি ব্যান্ড। সে তালিকায় রয়েছে আর্টসেল, শিরোনামহীন, লালন, আভোয়েড রাফা, আর্বোভাইরাস, উন্মাদ ও তীরন্দাজ। আয়োজকরা জানান, চট্টগ্রামের ফৌজদারহাট ডিসি পার্কে মাসব্যাপী ‘ফ্লাওয়ার ফেস্ট’-এর আয়োজন করা হয়েছে। এই ফুল উৎসবের সমাপনী দিনে অনুষ্ঠিত হবে ‘গালা নাইট’ কনসার্ট। সব শ্রেণির দর্শকের জন্য কনসার্ট উন্মুক্ত থাকবে। এদিন বিকালে দর্শকের জন্য স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ব্যান্ডগুলোর পরিবেশনা।