‘মহানগর’ সিরিজে ওসি হারুন চরিত্রে অভিনয় করে ওটিটি দুনিয়ায় রীতিমতো হইচই ফেলেছিল মোশাররফ করিম। এবার সিরিজ নয়, রুপালি পর্দার গোয়েন্দা পুলিশ পরিদর্শক হিসেবে আসছেন তিনি। সিনেমার নাম- ‘চক্কর ৩০২’। এটি নির্মাণ করেছেন শরাফ আহমেদ জীবন। সম্প্রতি তাঁর প্রথম সিনেমাটি মুক্তির অনুমতি পেয়েছে বলে জানান নির্মাতা। শরাফ আহমেদ জীবন বলেন, ‘কোনোরকম কাটাছেঁড়া ছাড়াই বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সনদপত্র পেয়ে লক্ষ্য পূরণের পথে আরও একধাপ এগিয়ে গেল আমাদের সিনেমা চক্কর ৩০২। দেখা হচ্ছে খুব শিগগিরই।’ ‘চক্কর ৩০২’ সিনেমার প্রধান চরিত্রে আছেন মোশাররফ করিম। তাঁর বিপরীতে দেখা যাবে রিকিতা নন্দিনী শিমুকে। নির্মাতা বলেন, ‘সামনে বড় কোনো উৎসবে ‘চক্কর ৩০২’ মুক্তির পরিকল্পনা করেছি।’