নারী নির্যাতন এবং নারীর প্রতি বৈষম্য অসভ্য সমাজের বৈশিষ্ট্য। দুনিয়ার কোনো দেশই এ প্রবণতা থেকে মুক্ত নয়। বাংলাদেশে নারী নির্যাতনের ঘটনা নিত্যনৈমত্তিক বিষয় হিসেবে বিরাজ করছে যুগ যুগ ধরে। গত এক দশকে দেশে নারীর প্রতি যৌন সহিংসতা বেড়ে দাঁড়িয়েছে ২৮ দশমিক ৫ শতাংশ। ১০ বছর আগে ২০১৫ সালে যৌন সহিংসতা ছিল ২৭ দশমিক ২ শতাংশ। যৌন সহিংসতা বাড়লেও দেশে শারীরিক সহিংসতা কমেছে। দেশে ৭৬ শতাংশ নারী জীবনে অন্তত একবার সহিংস আচরণের শিকার। বিভাগওয়ারী বরিশালে নারী নির্যাতনের হার সবচেয়ে বেশি, ৮১ দশমিক ৫ শতাংশ। এই হার সব থেকে কম সিলেটে, ৭২ দশমিক ১ শতাংশ। বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস অডিটোরিয়ামে নারীদের ওপর সহিংসতা শীর্ষক জরিপ ২০২৪-এর প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়। বাংলাদেশের অধিকাংশ নারী তাদের স্বামী কর্তৃক সহিংসতার শিকার। এ ধরনের সহিংসতা লাখ লাখ নারীর জীবনে গভীর প্রভাব ফেলছে। জরিপে চার ধরনের সহিংসতার কথা তুলে ধরা হয়। এগুলো হচ্ছে, শারীরিক সহিসংতা, যৌন, অনৈতিক এবং মনস্তাত্ত্বিক সহিসংতা। সহিংসতার শিকার নারীদের মধ্যে মাত্র ৭ দশমিক ৪ শতাংশ আইনের আশ্রয় নেন। বাকি ৯৩ দশমিক ৬ শতাংশ নারী এ বিষয়ে কোনো পদক্ষেপ নেন না। এ ছাড়া সহিংসতার শিকার ৬৪ শতাংশ নারী তাদের সঙ্গে ঘটে যাওয়া সহিংসতার কথা কারও কাছে বলেন না। নারীর প্রতি সহিংসতা দুনিয়াজুড়েই চলছে এবং এটি একটি নিন্দনীয় প্রবণতা। এর অবসানে মানসিকতার পরিবর্তন দরকার। বাংলাদেশে নির্যাতনের প্রবণতা এতই প্রকট যে প্রায় ৭০ ভাগ নারী তাদের জীবদ্দশায় অন্তত একবার হলেও শারীরিক, যৌন, মানসিক এবং অর্থনৈতিক সহিংসতার পাশাপাশি নিয়ন্ত্রণমূলক আচরণের শিকার হন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর নারী নির্যাতনবিষয়ক প্রতিবেদনটি নিঃসন্দেহে উদ্বেগজনক। বিশেষ করে নিম্নবিত্ত পরিবারে নারী নির্যাতনকে কোনো অপরাধ বলেই মনে করা হয় না। এই নিন্দনীয় প্রবণতা বন্ধে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। নারী নির্যাতনের যেকোনো ঘটনায় সমাজ ও রাষ্ট্রকে কঠোর হতে হবে।
শিরোনাম
- এখনো ফাঁকা বন্দরনগরী
- ৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
- ঐশ্বরিয়া আমার মেয়ে নয়, কেবল ছেলের বউ : জয়া বচ্চন
- মাদকসহ এয়ারপোর্টে আটক কানাডার অধিনায়ক
- ‘প্রয়োজনে জোটগতভাবে নির্বাচন করবে এনসিপি’
- ট্রাম্পের শুল্ক বৃদ্ধিতে আইফোনের দাম হতে পারে ৩ লাখ টাকা
- পর্দায় নয়, এবার সত্যিই বিয়ে করলেন শামীম হাসান সরকার
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
- বগুড়ার কথিত মিনি জাফলং: স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীর প্রাণহানি
- তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনা, একজন নিহত
- তুরস্ক–গ্রিস উপকূলে পৃথক নৌকাডুবিতে ১৬ জনের প্রাণহানি
- দুর্নীতি দমনে বাংলাদেশ-থাইল্যান্ড চুক্তি স্বাক্ষর
- রড ও কাঠ দিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর, স্বামী গ্রেফতার
- দিনাজপুর জিলা স্কুল এক্স-স্টুডেন্ট সোসাইটির যাত্রা শুরু
- যমুনার চরাঞ্চলে আগুনে পুড়ল ৩ দোকান
- ঈদের ছুটিতেও সেবা দিল বগুড়ার মা ও শিশু কল্যাণ কেন্দ্র
- বনদস্যু আতঙ্কের মাঝেই সুন্দরবনে শুরু মধু আহরণ মৌসুম
- প্রতিশোধ নিল চীন, মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত ৩৪% শুল্ক আরোপ
- দেশীয় শিল্পীদের মূল্যায়ন করতেই ‘স্বাধীনতা কনসার্ট’র আয়োজন : টুকু
- দুই দিন ধরে তুর্কি বিমানবন্দরে আটকা ২৫০ যাত্রী