বেকারত্বের গুরুভার সামাজিক ব্যাধি সংক্রমিত হয়ে সংকটের জট পাকাচ্ছে। নানা কারণে শ্রমিক অসন্তোষ, ক্ষুব্ধ শ্রমিকদের শিল্পকারখানা ভাঙচুর ও অগ্নিসংযোগে অস্থিতিশীলতা দেখা দিয়েছে শিল্পক্ষেত্রে। জাতীয় অর্থনীতির জন্য অশনিসংকেত দেখা যাচ্ছে এসবে। অন্যদিকে ব্যাংকের উচ্চ সুদহার, কাঁচামাল আমদানির জন্য চাহিদামতো এলসি খুলতে না পারা, জ্বালানিসংকট, গ্যাসের মূল্যবৃদ্ধি, নিরবচ্ছিন্ন বিদ্যুতের অভাব ইত্যাদি কারণে উৎপাদন ধরে রাখতে হিমশিম খাচ্ছেন শিল্পোদ্যোক্তারা। এ ছাড়া শ্রমিকদের মজুরি বৃদ্ধির ফলে উৎপাদন খরচ বাড়ায় অনেকেই প্রতিযোগিতায় টিকতে পারছেন না। শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা দিতে না পেরে অনেকেরই কারখানা বন্ধ করে দেওয়া ছাড়া উপায় থাকছে না। একের পর এক কারখানা বন্ধ হওয়ায় কাজ হারাচ্ছেন হাজার হাজার শ্রমিক-কর্মচারী। পরিবারপরিজন নিয়ে তাঁরা পড়ছেন অথই সাগরে। জড়াচ্ছেন নানা অপরাধে। আর এ বিশৃঙ্খলা, হতাশা ও অরাজক পরিস্থিতির কারণে দেশিবিদেশি বিনিয়োগ হচ্ছে না। নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রশ্নই উঠছে না। শিল্পের নিরাপত্তা ও সুষ্ঠু কর্মপরিবেশ রক্ষায় সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বিলম্ব, অসহযোগিতা বা ব্যর্থতা শিল্পোৎপাদনের ক্ষেত্রে বিরাট বিপর্যয় ডেকে আনতে পারে। এ ব্যাপারে সতর্ক পর্যবেক্ষণ ও ত্বরিত সক্রিয় উদ্যোগ নেওয়া প্রয়োজন। রুটিরুজির সংগত চাহিদায়, ইতোমধ্যে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো খুলে দেওয়ার দাবি জানাচ্ছেন কর্মচ্যুত শ্রমিকরা। বাধ্য হয়েই তাঁরা পথে নামছেন। দাবি জানাচ্ছেন বকেয়া বেতন-ভাতা পরিশোধের। এ পরিপ্রেক্ষিতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, সংস্থার উচিত মালিক-শ্রমিকসহ সব অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে সর্বজনগ্রাহ্য এবং অবশ্যই উৎপাদনমুখী কর্মপন্থা নির্ধারণ করা। দেশবিদেশের বাজার ধরে রাখার স্বার্থে এর কোনো বিকল্প নেই। প্রয়োজনে শ্রমিকদের জন্য রেশন এবং মালিক পক্ষের অনুকূলে যৌক্তিক প্রণোদনার ব্যবস্থা করতে হবে। শিল্প-বাণিজ্য জাতীয় অর্থনীতির প্রাণভোমরা। তাকে প্রয়োজনীয় পরিবেশ ও পুষ্টি জুগিয়ে হৃষ্টপুষ্ট করা জাতির স্বার্থেই জরুরি।
শিরোনাম
- এখনো ফাঁকা বন্দরনগরী
- ৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
- ঐশ্বরিয়া আমার মেয়ে নয়, কেবল ছেলের বউ : জয়া বচ্চন
- মাদকসহ এয়ারপোর্টে আটক কানাডার অধিনায়ক
- ‘প্রয়োজনে জোটগতভাবে নির্বাচন করবে এনসিপি’
- ট্রাম্পের শুল্ক বৃদ্ধিতে আইফোনের দাম হতে পারে ৩ লাখ টাকা
- পর্দায় নয়, এবার সত্যিই বিয়ে করলেন শামীম হাসান সরকার
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
- বগুড়ার কথিত মিনি জাফলং: স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীর প্রাণহানি
- তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনা, একজন নিহত
- তুরস্ক–গ্রিস উপকূলে পৃথক নৌকাডুবিতে ১৬ জনের প্রাণহানি
- দুর্নীতি দমনে বাংলাদেশ-থাইল্যান্ড চুক্তি স্বাক্ষর
- রড ও কাঠ দিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর, স্বামী গ্রেফতার
- দিনাজপুর জিলা স্কুল এক্স-স্টুডেন্ট সোসাইটির যাত্রা শুরু
- যমুনার চরাঞ্চলে আগুনে পুড়ল ৩ দোকান
- ঈদের ছুটিতেও সেবা দিল বগুড়ার মা ও শিশু কল্যাণ কেন্দ্র
- বনদস্যু আতঙ্কের মাঝেই সুন্দরবনে শুরু মধু আহরণ মৌসুম
- প্রতিশোধ নিল চীন, মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত ৩৪% শুল্ক আরোপ
- দেশীয় শিল্পীদের মূল্যায়ন করতেই ‘স্বাধীনতা কনসার্ট’র আয়োজন : টুকু
- দুই দিন ধরে তুর্কি বিমানবন্দরে আটকা ২৫০ যাত্রী