কিশোর অপরাধ দেশের আইনশৃৃঙ্খলায় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে স্বাধীনতার পর থেকেই। জুলাই অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলার শিথিলতার সুযোগে তা ব্যাপকতা লাভ করেছে। প্রতিদিনই তাদের দৌরাত্ম্যের শিকার হচ্ছে শান্তিপ্রিয় মানুষ। ৫ আগস্টের আগে কিশোর গ্যাংগুলোর গডফাদার হিসেবে ভূমিকা রাখত ক্ষমতাসীন রাজনৈতিক দলের অসৎ, নেতা-পাতিনেতারা। জুলাই গণ অভ্যুত্থানের পর মনুষ্য চেহারার এ শকুনদের দৌরাত্ম্য অনেকাংশে বেড়ে গেলেও স্বীকার করতেই হবে এর সঙ্গে ক্ষমতাসীন সরকারের কোনো সম্পর্ক নেই। তবে সম্পর্ক আছে চাঁদাবাজ, দখলবাজের সঙ্গে যুক্ত রাজনীতির নোংরা কীটরা। গত ১৯ ডিসেম্বর রাজধানীর লাগোয়া ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়ার পাকাপুলে রূপালী ব্যাংকের উপশাখায় ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের জিম্মি করে ডাকাতির চেষ্টা করে এক তরুণ ও দুই কিশোর। পরে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণে বাধ্য হয়। তাদের একজন গাড়িচালক। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুমুরিয়া গ্রামের বাসিন্দা কবির মোল্লার ছেলে নিরব। আর দুই কিশোরের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলীতে। তাদের একজন এক স্কুলের সপ্তম শ্রেণির, আরেকজন মাদরাসার শিক্ষার্থী। রাজধানীর আদাবরে একটি বাসার লকার ভেঙে ৪৫ ভরি সোনা লুট হয়। লুট হওয়া অলংকারের মধ্যে ৩২ ভরি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাহিন ও রেহান নামের দুই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। একই এলাকার মেহেদীবাগে শুক্রবার সন্ধ্যায় মহড়ায় বাধা দেওয়ায় দেশি অস্ত্রশস্ত্র নিয়ে এলাকাবাসীর ওপর হামলা করে কিশোর গ্যাং চক্রের সদস্যরা। কিশোর গ্যাংয়ের জন্য আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন পুলিশ সদস্যরা। স্থানীয় সরকার না থাকায় তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার সুযোগও মিলছে না। আইনশৃঙ্খলার ওপর সরকারের সুনাম-দুর্নামের প্রশ্ন জড়িত। বর্তমান সরকারের কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ যে নেই তা স্পষ্ট। দখলবাজি চাঁদাবাজির সঙ্গে তাদের স্বার্থ জড়িত এমনটি ভাবাও অমূলক। ফলে শান্তিশৃঙ্খলার স্বার্থেই কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে প্রশাসনকে কড়া হতে হবে। তাদের নখর ভাঙতে হবে শক্ত হাতে।
শিরোনাম
- এখনো ফাঁকা বন্দরনগরী
- ৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
- ঐশ্বরিয়া আমার মেয়ে নয়, কেবল ছেলের বউ : জয়া বচ্চন
- মাদকসহ এয়ারপোর্টে আটক কানাডার অধিনায়ক
- ‘প্রয়োজনে জোটগতভাবে নির্বাচন করবে এনসিপি’
- ট্রাম্পের শুল্ক বৃদ্ধিতে আইফোনের দাম হতে পারে ৩ লাখ টাকা
- পর্দায় নয়, এবার সত্যিই বিয়ে করলেন শামীম হাসান সরকার
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
- বগুড়ার কথিত মিনি জাফলং: স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীর প্রাণহানি
- তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনা, একজন নিহত
- তুরস্ক–গ্রিস উপকূলে পৃথক নৌকাডুবিতে ১৬ জনের প্রাণহানি
- দুর্নীতি দমনে বাংলাদেশ-থাইল্যান্ড চুক্তি স্বাক্ষর
- রড ও কাঠ দিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর, স্বামী গ্রেফতার
- দিনাজপুর জিলা স্কুল এক্স-স্টুডেন্ট সোসাইটির যাত্রা শুরু
- যমুনার চরাঞ্চলে আগুনে পুড়ল ৩ দোকান
- ঈদের ছুটিতেও সেবা দিল বগুড়ার মা ও শিশু কল্যাণ কেন্দ্র
- বনদস্যু আতঙ্কের মাঝেই সুন্দরবনে শুরু মধু আহরণ মৌসুম
- প্রতিশোধ নিল চীন, মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত ৩৪% শুল্ক আরোপ
- দেশীয় শিল্পীদের মূল্যায়ন করতেই ‘স্বাধীনতা কনসার্ট’র আয়োজন : টুকু
- দুই দিন ধরে তুর্কি বিমানবন্দরে আটকা ২৫০ যাত্রী