এই ছড়াটা কুটুম কুটুম
একটুও সে পর না,
জল কলকল মিষ্টি সুরের
গড়িয়ে পড়া ঝর্ণা।
এই ছড়াটা গোলাপ টগর
সদ্য ফোটা পদ্ম,
জোছনা রাতে হাসনাহেনার
সুবাস অনবদ্য।
এই ছড়াটা এতুল বেতুল
তেঁতুল কেমন টক তো,
পুষি বিড়াল গরম দুধ ও
ইলিশ মাছের ভক্ত।
এই ছড়াটা খুবই আপন
হল্দু বরণ পক্ষী,
বাবা মায়ের আদুরে প্রাণ
মিষ্টি মেয়ে লক্ষ্মী।