একটা ছড়া মিঠে-কড়া
একটা ছড়া ঝাল
একটা ছড়া শুনলে পরে
হয় দাদুর মুখ লাল!
একটা ছড়া রৌদ্রঝরা
একটা ছড়ায় বৃষ্টি
একটা ছড়া হৃদয় গড়া
দেয় খুলে দেয় দৃষ্টি!
একটা ছড়ায় যায় ফোটে ফুল
একটা ছড়ায় হুল
একটা ছড়া দেয় ভেঙে ভুল
বাধায় হুলুস্থুল!
একটা ছড়া মিঠে-কড়া
একটা ছড়া ঝাল
একটা ছড়া শুনলে পরে
হয় দাদুর মুখ লাল!
একটা ছড়া রৌদ্রঝরা
একটা ছড়ায় বৃষ্টি
একটা ছড়া হৃদয় গড়া
দেয় খুলে দেয় দৃষ্টি!
একটা ছড়ায় যায় ফোটে ফুল
একটা ছড়ায় হুল
একটা ছড়া দেয় ভেঙে ভুল
বাধায় হুলুস্থুল!