বনের রাজা বনের ভিতর
জোরেশোরে ডাকে
শীতল হাওয়া লাগছে বলে
শিয়াল মামা হাঁকে।
পৌষের পরে হাড় কাঁপানো
এলো এবার মাঘ
ঠান্ডা ভীষণ পড়ছে দেখে
কাঁদছে বনের বাঘ।
শিশির ঝরা পাতার ফাঁকে
জড়োসড়ো হয়ে
পশুপাখি নিদ্রাহীন রয়
কাঁপে শীতের ভয়ে।
শীতের রাতে তাদের যেমন
অনেক দুঃখে কাটে
পথশিশুর জীবন তেমন
কষ্টে বুকটা ফাটে।