ফেব্রুয়ারি ভাষার মাসে
শহীদ ছেলে ফিরে আসে
বাংলা মায়ের কোলে
নতুন রূপে দেশটা সাজে
বল ফিরে পাই জাতির মাঝে
অ আ ক খ বোলে।
সালাম, জব্বার, রফিক, শফিক
জীবন দিল আরও অধিক
বাংলা ভাষার জন্য
থাকবে তারা অমর হয়ে
বাঙালিদের সব বিজয়ে
জনম তাদের ধন্য।
একুশ তারিখ সকাল থেকে
বর্ণমালা গায়ে মেখে
ফুলের মালা নিয়ে
ভাই হারানোর গান গেয়ে যাই
ভালোবেসে শ্রদ্ধা জানাই
শহীদ মিনার গিয়ে।