খাগড়াছড়ির গুইমারাতে সকল সম্প্রদায়ের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে গুইমারা উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, সকল সম্প্রদায়ের মানুষের আস্থার ঠিকানা ও নিরাপদ আশ্রয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাই আগামীতে দুর্নীতিমুক্ত ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীকে একবার ক্ষমতায় দিয়ে পরীক্ষা করার আহ্বান জানান তারা।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক সৈয়দ আবদুল মোমেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি আসনের জামায়াতে ইসলামীর নেতা অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী।
গুইমারা উপজেলা জামায়াতে ইসলামীর তথ্য ও মিডিয়া সম্পাদক আবু বকর ছিদ্দিকের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন গুইমারা উপজেলা ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি বিশ্ব কুমার ত্রিপুরা, গুইমারা কালী মন্দিরের পুরোহিত হারাধন ভট্টাচার্য, দেওয়ান পাড়াস্থ চৌধুরীপাড়া বুদ্ধ বিহারের সভাপতি আলুঅং মারমা, কেন্দ্রীয় হরি মন্দিরের সাধারণ সম্পাদক শিবলু মজুমদার ও চন্ডি মন্দিরের প্রধান উপদেষ্টা ভগিরত চন্দ্র দে বাবুল।
বিডি প্রতিদিন/এমআই