দিনাজপুরের কাহারোলে সড়কে একটি কালভার্টের মাঝে ভেঙে যাওযায় যানবাহনসহ সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে প্রতিনিয়ত। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। কালভার্টটি কাহারোলের রসুলপুর ইউপির খামারদিঘা থেকে ভবানীপুর যাওয়ার পাকা সড়কের উপর অবস্থিত।
কালভার্টটির একটি অংশ ভেঙে যাওয়ায় স্থানীয় এলাকার স্কুল, কলেজের ছাত্র/ছাত্রীসহ পথচারী ও সাধারণ জনগণ প্রতিনিয়ত চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে। বিশেষ করে রাতে কালভার্টের উপর দিয়ে যানবাহনসহ মানুষের চলাচল বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
রসুলপুর ইউপির খামারদিঘা গ্রামের ইউনুস আলী, মো. মজিবর রহমান ও ভবানীপুর গ্রামের মো. আব্দুল হালিমসহ কয়েকজন জানান, কালভার্টটির একটি অংশ বেশ কিছুদিন আগে ভেঙে পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সংস্কার বা মেরামতের উদ্যোগ লক্ষ্যে করা যায়নি। এই পাকা সড়ক দিয়ে প্রতিনিয়ত অটোচার্জার, ভ্যান, ভটভটি, সিএনজি, ইজিবাইক ও মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে। যানবাহন ছাড়াও অত্র এলাকার কৃষকের উৎপাদনকৃত বিভিন্ন ধরনের ফসলাদি আনা-নেওয়াসহ বিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচলের ক্ষেত্রেও চরম দুর্ভোগ পোহাতে হয় বলে তারা জানান।
এ বিষয়ে কাহারোল উপজেলা প্রকৌশলী মো. ফিরোজ আহ্মেদ সাংবাদিকদের জানান, সংশ্লিষ্ট রসুলপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বিষয়টি অবগত করেছি এবং জনসাধারণের চলাচলে কোনো ধরনের অসুবিধা না হয়, সেজন্য ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। আমি ভেঙে যাওয়া খামারদিঘা এলাকার কালভার্টটি পরিদর্শনে যাব। দ্রুত খামারদিঘা ও ভবানীপুর এলাকার ভেঙে যাওয়া কালভার্টি নতুনভাবে নির্মাণ বা সংস্কার কাজ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
বিডি প্রতিদিন/এমআই