বাগেরহাটে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে সাতটায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রধান ঈদের জামায়াত বাগেরহাটে বিশ্ব ঐতিহ্য (ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড) ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাট জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিএনপি, জামায়াত ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ কয়েক হাজার দেশী বিদেশী ধর্মপ্রাণ মুসল্লি এখানে ঈদের নামাজ আদায় করেন। ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে সকাল আটটায় দ্বিতীয় ও নয়টায় ঈদের তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামায়তের পর মুসল্লিরা একে অপরের সাথে কুশল বিনিময় করেন।
বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, জেলা বিএনপি’র সমন্বয়ক সাবেক সভাপতি এম এ সালামসহ নেতৃবৃন্দ ঈদের নামাজ আদায় করেন।
বিডি প্রতিদিন/হিমেল