লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তের দুলালী এলাকায় মালদা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে বাংলাদেশি নাগরিক মাদব চন্দ্রকে (৪০) পিটিয়ে আহত করেছেন ভারতীয় বেশ কয়েকজন নাগরিকরা। এ ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।
শনিবার দুপুরে কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তের দুলালী এলাকায় এ ঘটনা ঘটে। আহত মাদব চন্দ্র লোহাকুচি এলাকার মৃত মদন মোহনের ছেলে।
স্থানীয়রা জানান, লোহাকুচি সীমান্তে মালদা নদীতে মাছ ধরতে টেপাই (বাঁশ দিয়ে তৈরি মাছ ধরার বিশেষ ফাঁদ) স্থাপন করে। প্রতিদিন ঐ টেপাইয়ের মাছ ভারতীয় নাগরিক চুরি করে নিয়ে যায়। শনিবার দুপুরের দিকে মাদব চন্দ্র নদীতে গিয়ে দেখেন ভারতীয়রা তার টেপাই থেকে মাছ চুরি করছে এ ঘটনার প্রতিবাদ করলে ভারতীয়রা সংঘবদ্ধ হয়ে মাদবকে মারধর করে। এসময় মাদব চন্দ্র অজ্ঞান হয়ে পরেন। পরে অন্য এক ভারতীয় নাগরিকের খবরে পরিবারের লোক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় উভয় দেশের নাগরিকদের মধ্য সাময়িক উত্তেজনা বিরাজ করলে বিজিবি এসে পরিস্থিতি শান্ত করে।
এ বিষয়ে ১৫ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মেহেদি বলেন, লোহাকুচি সীমান্তের মালদা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে বাংলাদেশি যুবক মাদব চন্দ্র ও ভারতীয় নাগরিকদের মধ্যে উত্তজনার সৃষ্টি হয়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। এবং স্থানীয়দের শান্ত করি। পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফকে প্রতিবাদ জানানো হয়েছে। আহত মাদব চন্দ্র বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। সীমান্তে বর্তমানে শান্ত পরিস্থিতি বিরাজ করছে।
বিডি প্রতিদিন/আরাফাত