নরসিংদীতে দুই হাজার অসহায়, দরিদ্র, মেহনতি ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের পক্ষ থেকে নরসিংদী জেলা ছাত্রদলের উদ্যেগে সাঠির পাড়া কালি কুমার উচ্চ বিদ্যালয় মাঠে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন।
নরসিংদী জেলা ছাত্র দলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের সভাপতিত্বে ঈদ উপহার সামগ্রী বিতরন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও ইডেন কলেজের সাবেক ভিপি শিরিন সুলতানা, জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহী, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, যুবদল নেতা ইলিয়াস হোসেন, জেলা কৃষক দলের সদস্য সচিব দীপক বর্মন প্রিন্স, শহর যুবদলের যুগ্ম আহবায়ক সুমন চৌধুরী, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, নরসিংদী জেলা ছাত্র দলের সাধারন সম্পাদক মেহেদি হাসান রিফাত।
এসময় বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, গত ১৬ বছর এই দেশে ফ্যাসিস্ট একটি সরকার ছিল। যার কারণে সাধারন মানুষের ভোটাধিকার ছিল না। তারা দিনের ভোট রাতে করে আমি আর ডামি খেলা খেলেছে। দেশে ধনী-গরীবের মধ্যে বৈষম্য বেড়েছে। গত ১৬ বছরে এই বৈষম্য আরো প্রকট হয়েছে। ধনীরা ধনী হয়েছে। গরীব আরো গরীব হয়েছে। ব্যয় বেড়েছে কয়েক গুণ। কিন্তু ইনকাম বাড়েনি। যার কারণে নিন্ম আয়ের মানুষদের কষ্ট হচ্ছে। আগামী দিনে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করে এই সমস্যা দূর করতে হবে।
বিডি প্রতিদিন/নাজমুল