চাঁপাইনবাবগঞ্জে রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় সাংবাদিক মেহেদি হাসান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মেহেদি হাসান হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের লাইনপাড়া গ্রামের মাহবুব রশিদের ছেলে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আমনুরা কেন্দুল রেল ক্রসিংয়ে এই ঘটনা ঘটে। আহত মেহেদি হাসান দেশ বুলেটিন পত্রিকার চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। তিনি মোটরসাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন।
পরে স্থানীয়রা তাকে ডান পা ও ডানহাত কাটা অবস্থায় উদ্ধার করে আড়াই’শ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে এলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে তিনি পথেই মারা যান।
হাসপাতালের জরুরীি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফজর আলী লাল জানান, টেনের ধাক্কায় আহত মেহেদি হাসানের ডান ডা ও ডানহাতসহ শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন ছিল। এমন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণের কারনে রোগীর অবস্থা সংকটজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করার প্রস্তুতি নেয়ার সময় তিনি মারা যান ।
বিডি প্রতিদিন/এএম