পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়ার শেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে পাঁচ শতাধিক অসহায়-দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বিকেলে শহরের হামছায়াপুরস্থ দলীয় কার্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) নির্বাচনী এলাকার জামায়াত মনোনীত প্রার্থী শিল্পপতি আলহাজ্ব মাওলানা দবিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপনাদের চাহিদা অনুযায়ী এই উপহার কিছুই না। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে দেশে কোনো দরিদ্র মানুষ থাকবে না।
উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল মোস্তাফিজ নাসিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নাজমুল হক, সহকারী সেক্রেটারি অধ্যাপক আনিছুর রহমান, শফিকুল ইসলাম, শাহীন আলম, অফিস সেক্রেটারি অধ্যক্ষ শেখ আব্দুল মান্নান, বজলুর রহমান, বায়তুলমাল সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি আমিনুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক আব্দুল হক, প্রচার সম্পাদক ইফতেখার আলম, উপজেলা কর্মপরিষদ সদস্য সাইফুল ইসলাম সাখাওয়াত হোসেন, আব্দুল খালেক, জহির রায়হান, শাহ্ আলম সোহান উপস্থিত ছিলেন।