গাইবান্ধার সুন্দরগঞ্জে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সীচা গ্রামে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলেন দক্ষিণ সীচা গ্রামের মহিদুল ইসলামের ছেলে মোরসালিন (৫) ও নাহিদ ইসলামের ছেলে মমিন (৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ।
পুলিশ ও স্থানীয়রা জানান, মহিদুল ইসলামের বাড়ি থেকে প্রায় পাঁচশত গজ দূরে একটি অরক্ষিত পুকুরপাড়ে তিন শিশু একসঙ্গে খেলা করছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত মোরসালিন ও মমিন পুকুরের পানিতে পড়ে যায়। সঙ্গে থাকা মাহি নামের অপর এক শিশু বিষয়টি দেখে চিৎকার করে পরিবারের সদস্যদের খবর দেয়। পরিবারের লোকজন ছুটে এসে শিশু দুটিকে উদ্ধার করলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/আশিক