বগুড়ার ধুনটে দুই মাদক কারবারিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ধুনট পৌরসভার চরধুনট এবং কুঠিবাড়ি এলাকায় ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খ্রিস্টফার হিমেল রিছিল এ অভিযান পরিচালনা করেন। আটকরা হলেন- মাদক কারবারি আলমগীর হোসেন ও তার এক সহযোগী। ইউএনও জানান, তাদের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।