গাজীপুরে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিকৃত কাম-লালসা চরিতার্থকালে ব্যথা সহ্য করতে না পেরে পান-সিগারেট বিক্রেতা মো. আল আমিনকে (৩৫) গলাটিপে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মো. মাইদ হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পিবিআই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গতকাল পিবিআই গাজীপুরের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়েছেন। মাইদ হোসেনের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট। নিহত আল আমিনের বাড়ি শেরপুর। জেলা সদরের পাকুরিয়া ফকিরপাড়া এলাকার আসাব আলী মীরের ছেলে।
পিবিআইর পুলিশ সুপার জানান, আল আমিন পান ও সিগারেটের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করত। ৩ এপ্রিল তার সঙ্গে পরিচয় হয় মাইদ হোসেনের। এ সময় মাইদ হোসেনকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তার বাসায় নিয়ে যায়। ৫ এপ্রিল ভোরে আল আমিন বিকৃত কাম-লালসা চরিতার্থ করার চেষ্টা করে। এ সময় ব্যথা সহ্য করতে না পেরে তাকে গলাটিপে হত্যা করে মাইদ। পরে গলায় গামছা পেঁচিয়ে মৃত্যু নিশ্চিত করে লাশ বিছানায় ফেলে রেখে পালিয়ে যায় সে। ঘটনার দুই দিন পর ৭ এপ্রিল আল আমিনের অর্ধগলিত লাশ পুলিশ উদ্ধার করে।