শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবির) নবনির্মিত সমাজবিজ্ঞান ভবন নির্মাণের প্রায় এক বছর অতিক্রম হয়ে গেলেও লিফট না থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন বয়স্ক শিক্ষক ও শারীরিকভাবে অক্ষম শিক্ষার্থীরা। বর্তমানে এই ভবনে চারটি বিভাগের (সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগ) শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। চারটি বিভাগের ৮২ জন শিক্ষক ও প্রায় ১৫০০ শিক্ষার্থী নিয়মিত শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন। তবে পাঁচ তলা এই ভবনে লিফট না থাকায় বয়স্ক ও অক্ষম শিক্ষার্থীদের জন্য চরম দুর্ভোগ দেখা দিয়েছে। ভবনের চার বিভাগের অধিকাংশ শিক্ষক পঞ্চাশোর্ধ্ব। ফলে সিঁড়ি বেয়ে প্রতিদিন ওপরে ওঠা কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন অধিকাংশ শিক্ষক। দুজন শারীরিক অক্ষম শিক্ষার্থীর সঙ্গে কথা বললে তারা জানান, নিয়মিত ক্লাস করার পাশাপাশি অ্যাকাডেমিক বিভিন্ন কাজে বিভাগের অফিসে যেতে হয় কিন্তু সিঁড়ি বেয়ে ওপরে ওঠা সম্ভব হয় না। সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তাহমিনা ইসলাম বলেন, অনেকদিন ধরে আমার হার্টের সমস্যা। প্রতিদিন চার তলায় সিঁড়ি বেয়ে যাওয়াআসা করে হার্টের সমস্যা আরও বেড়ে যাচ্ছে।
শিক্ষক শিক্ষার্থীদের কথা চিন্তা করে দ্রুত লিফট স্থাপন করা জরুরি।
সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লায়লা আশরাফুন বলেন, যেহেতু লিফট স্থাপনের জায়গা করা আছে এখন শুধু স্থাপন করা বাকি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আশাকরি দ্রুত এটা সমাধান করবে।