বাংলাদেশ জামায়াতে ইসলাম গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে দাওয়াতি পক্ষ উপলক্ষে দাওয়াতি কর্মসূচি পরিচালিত হয়েছে। এ দাওয়াতে সাড়া দিয়ে অর্ধশতাধিক হিন্দু ধর্মাবলম্বী জামায়াতে যোগদান করেছেন। পয়লা বৈশাখ দুপুরে উপজেলার হিজলগাড়ী মসজিদে এ কর্মসূচি শুরু হয় এবং শেষ হয় রাতে কুমোরপাড়ায় গিয়ে। এ সময় কুমোরপাড়ার বেশ কিছু হিন্দু জনগোষ্ঠীর মধ্যে জামায়াতে ইসলামীর দাওয়াত প্রদান করা হলে ৫০-এর অধিক হিন্দু ধর্মাবলম্বী জামায়াতের সদস্য ফরম পূরণ করে দলটির প্রতি সমর্থন জানান।
জামায়াতে সদ্য যোগদান করা নবানু পাল বলেন, ৩০ বছর ধরে একটা জমি নিয়ে ঝামেলায় পড়েছিলাম। সম্প্রতি জামায়াতে ইসলামের এক ভাই আমাদের জমির সেই সমস্যাটি সমাধান করে দেন কোনো প্রকার টাকা-পয়সা ছাড়াই। দলটির নেতাদের ন্যায়বিচার দেখে মুগ্ধ হয়ে জামায়াতে যোগদান করেছি।
দাওয়াতি কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াত সেক্রেটারি আইনুল হক ও বিশেষ অতিথি পলাশবাড়ী পৌর মিডিয়া বিভাগের সভাপতি ও পলাশবাড়ী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আবদুল মতিন।
১১ এপ্রিল থেকে শুরু হওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই দাওয়াতি পক্ষ, যা আগামী ২৫ এপ্রিল পর্যন্ত চলমান থাকবে।