রাজধানীর চকবাজার ইসলামবাগের একটি বাসায় চোরের ছুরিকাঘাতে আবু মুসা আপন (৪৫) ও শাহনাজ পারভীন (৩৬) নামে এক দম্পতি জখম হয়েছেন।
মঙ্গলবার ভোর সোয়া ৬টার দিকে ইসলামবাগ সিলভার গলির চারতলা বাসায় ঘটনাটি ঘটে।
আহতাবস্থায় তাদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শাহনাজের বোন শাহিদা খানম জানান, তারা দু’জনই জিসান ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করেন। সকালে মুসা দরজা খুলে ঘরের বাইরে ওয়াশরুমে যান। শাহনাজ রান্না ঘরে ছিলেন। এ সময় এক যুবক দরজা খোলা পেয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ে। শাহনাজ দেখতে পেয়ে তাকে ধরতে গেলে তার হাতে ছুরিকাঘাত করে ওই যুবক। এসময় তার চিৎকারে আবু মুসা ওয়াশরুম থেকে এসে দেখে স্ত্রী রক্তাক্ত অবস্থায় ওই যুবককে ধরে রেখেছেন। তখন আবু মুসা ওই যুবককে ধরতে গেলে তার ডান পাজরে ও ডান হাতে ছুরিকাঘাত করা হয়। তবে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ওই যুবককে ধরে পুলিশে দেয়।
চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, সংবাদের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে চোরসহ তিনজনকেই উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এসআই আরও জানান, অভিযুক্ত যুবকের নাম সোহাগ (১৮)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশ্যে তিনি বাসায় ঢুকেছিলেন। পরে স্বামী-স্ত্রী টের পেয়ে তাকে ধরে ফেলেন। এসময় চোরের ছুরিকাঘাতে ওই দম্পতি আহত হন।
বিডি প্রতিদিন/একেএ