রাজধানীর কতোয়ালী থানাধীন ইসলামপুরে বোন জামাইয়ের কাঁচির আঘাতে আহত ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
নিহতের নাম সেলিম রাজা (৪০)। তিনি কাপড়ের ব্যবসা করতেন।
শনিবার দিবাগত রাত (৯ মার্চ) সোয়া ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত শুক্রবার (৭ মার্চ) বিকালে ঘটনাটি ঘটে।
ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেন ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
নিহতের বড় ভাই মো. রফিকুল ইসলাম বলেন, সেলিম কাপড়ের ব্যবসা করতো। টাকা পয়সা লেনদেন নিয়ে ছোট বোন জামাই সুমনের সাথে বেশকিছু যাবত মনমালিন্য হয় সেলিমের। এ বিষয় নিয়ে পারিবারিক ভাবে ইসলামপুরে সেলিমের অফিসে বসা হয় সমঝোতার জন্য। সেখানে আলোচনা চলাকালীন সময়ে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। সে সময়ে বোন জামাই সুমন ঐ অফিসে থাকা কাঁচি দিয়ে সেলিমকে আঘাত করে আহত করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, নিজেদের মধ্যে কথা-কাটাকাটি মধ্যে হয়ে গেছে, এ বিষয়ে আমারা কোন অভিযোগ করতে চাচ্ছি না।
ছয় ভাই তিন বোনের মধ্যে সে ও বোন ডালিম ছিল জমজ। তারা দু-জনেই ছোট। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নুরুল হক মুন্সির ছেলে সেলিম। বর্তমানে পুরান ঢাকা ইসলামপুরের আশেক লেনে পরিবার নিয়ে থাকতেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন