চুরি, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অপরাধে দায়ের হওয়ায় ১৬ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. নূর হোসেন সাদ্দামকে (২৬) গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার (৬ জুলাই) বিকাল ৪টায় চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৭ এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃত নূর হোসেন ফেনী জেলার সদর থানার পশ্চিম চনুয়া এলাকার বাসিন্দা।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাম্মেল জানান, নূর হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, মাদক বেচাকেনাসহ ১৬টি মামলা রয়েছে। তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে ডবলমুরিং এলাকা থেকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ