চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা যুবদল নেতা মাসুদ হত্যা মামলার পলাতক আসামি লুৎফর রহমানকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার দিবাগত রাতে নগরীর খুলশী থানার আমবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার লুৎফর রহমান সীতাকুণ্ড উপজেলার ছিন্নমূল এলাকার মৃত মাওলানা আবুল বশরের ছেলে।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন জানান, মামলার দায়েরের পর থেকে আসামিদের ধরতে নজরদারি অব্যাহত রাখে র্যাব। পরে এজাহারভুক্ত আসামি লুৎফরের অবস্থান জানতে পেরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, যুবদল নেতা মো. মাসুদ উপজেলার ৫ নম্বর ছিন্নমূল এলাকার বাসিন্দা। মাসুদকে দীর্ঘদিন ধরে ইট, বালু, কংক্রিটের ব্যবসা নিয়ে কামরুল হাসান ওরফে রিদোয়ান হুমকি দিয়ে আসছিলেন। গত ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় কামরুল এবং তার সহযোগীরা মাসুদকে জোরপূর্বক জঙ্গল ছলিমপুর ছিন্নমূল স্কুল মাঠে নিয়ে যায়। পরে সেখানে দেশীয় অস্ত্র দিয়ে রক্তাক্ত জখম করে এবং পা থেতলে দেয়। মাসুদ মাটিতে লুটিয়ে পড়লে মারা গেছে ভেবে ঘটনাস্থল থেকে পলিয়ে যায় আসামিরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৭ ফেব্রুয়ারি মারা যায় মাসুদ।
এ ঘটনায় নিহত মাসুদের স্ত্রী বাদী হয়ে সীতাকুণ্ড থানায় ৭ জনকে নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫-৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/জামশেদ