সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আরও নয়টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
বুধবার চট্টগ্রামের পৃথক তিনটি আদালতে হাজির করা হলে বিচারকরা তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন। এর আগে আদালতে তার জামিনের আবেদন করা হয়।
মঙ্গলবার রাতে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম করাগারে নেওয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক সানির আদালতে মীরসরাই ও জোরারগঞ্জ থানায় দায়ের করা পাঁচটি, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারদিন মুস্তাকিম তাসিনের আদালতে তিনটি এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানমের আদালতে একটি মামলার শুনানি হয়। আদালত সব মামলায় তাকে গ্রেফতারের নির্দেশ দেন। এ সময় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পক্ষে জামিনের আবেদন করা হয়। বিচারকরা তা নামঞ্জুর করেন। এ সময় তার পক্ষে ডিভিশনের আবেদন করা হলে শুনানি শেষে আদালত এ বিষয়ে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর ঢাকায় নিজ বাসা থেকে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে ঢাকায় একটি ও চট্টগ্রামে আটটি মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/একেএ