চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের সোনাইছড়ি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুর হোসেন (২১) নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে আটটার দিকে ওই ইউনিয়নের সোনাইছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুর হোসেন কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের লাল মোহাম্মদের ছেলে।
চন্দনাইশ থানার ওসি ইমরান আল হোসাইন জানান, উখিয়া থেকে অবৈধভাবে হাশিমপুর ইউনিয়নে কাজ করতে এসেছিল নিহত নুর হোসেন। রবিবার রাতে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে তিনি মারা যান।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এমআই