একদিনের ব্যবধানে সিলেটে ফের কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। আজ বুধবার সিলেট ও সুনামগঞ্জ সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপির টহল দল এই চালানগুলো জব্দ করে।
বিজিবি ৪৮ ব্যাটালিয়ন এক বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার সিলেটের পান্তুমাই, শ্রীপুর এবং সুনামগঞ্জের বাংলাবাজার, সোনালী চেলা ও লাফার্জ বিওপির টহল দল পৃথক অভিযান চালায়। এ সময় ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ চিনি, কমলা, সুপারি, মদ এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ৯৩ লাখ ৭৩ হাজার ২৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা সতর্কাবস্থায় রয়েছেন। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চালানগুলো জব্দ করা হয়েছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে বিজিবি প্রায় ১ কোটি ৬ লক্ষ ৬৯ হাজার টাকার পণ্য জব্দ করে।
বিডি প্রতিদিন/জামশেদ