গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি বাহিনীর নৃশংস ও বর্বরোচিত হামলার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জবিশিসের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করে ইসরায়েলি হামলা বন্ধে বিশ্ব নেতাদের তাৎক্ষণিক হস্তক্ষেপ কামনা করেন শিক্ষক সমিতির নেতারা।
মানববন্ধনে শিক্ষক সমিতির নেতারা বলেন, ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলা বন্ধে বিশ্ব নেতাদের জরুরি হস্তক্ষেপ কামনা করছি। ফিলিস্তিনের নির্যাতিত জনগণের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহবানের পাশাপাশি যুদ্ধ বন্ধের জোর দাবি জানাই। এছাড়া ইসরায়েল ও তাদের মিত্র পশ্চিমা দেশগুলোর মালিকানাধীন পণ্য বয়কট আহবান জানাচ্ছি সবাইকে।
মানববন্ধনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদ্দীন বলেন, আমরা বাংলাদেশে থেকে ফিলিস্তিনের জন্য আমরা বেশি কিছু করতে পারবো না। আমরা আজ এখানে দাঁড়িয়ে ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জালেমদের হাত থেকে আল্লাহ যেন ফিলিস্তিনিদের রক্ষা করেন। আমরা হত্যাকারীদের বিরুদ্ধে ঘৃণা জানাচ্ছি।
মানববন্ধন শেষে ফিলিস্তিনের শোষিত ও নির্যাতিত জনগণের জন্য বিশেষ দোয়া করা হয়। এছাড়া ফিলিস্তিনি জনগণের মুক্তি ও শান্তি কামনা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন ও সংহতি প্রকাশ করেন।
বিডি প্রতিদিন/আরাফাত