২০২২ সালের ৪ মার্চ বিশ্ব হারিয়েছিল স্পিন জাদুকর শেন ওয়ার্নকে। থাইল্যান্ডের এক রিসোর্টে হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান এই অস্ট্রেলিয়ান কিংবদন্তি।
শেন ওয়ার্ন ছিলেন এমন এক স্পিনার, যিনি লেগ স্পিনকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। ১৯৯২ সালে ভারতের বিপক্ষে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট অভিষেকটা খুব সুখকর ছিল না। তবে পরবর্তীতে তিনিই হয়ে যান ক্রিকেট ইতিহাসের সেরা স্পিনার।
ক্যারিয়ারের শুরুর দিনটা ভালো না হলেও ১৯৯৩ অ্যাশেজে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে ইংল্যান্ডের মাইক গ্যাটিংকে করা ‘বল অব দ্য সেঞ্চুরি’ দিয়ে নিজের জাত চিনিয়ে দেন ওয়ার্ন। অফস্টাম্পের অনেক বাইরে পড়ে নাটকীয়ভাবে ভেঙে দেয় গ্যাটিংয়ের স্টাম্প। ওই মুহূর্তেই বোঝা যায়, ক্রিকেট নতুন এক স্পিন জাদুকর পেয়েছে। সেই অ্যাশেজ সর্বোচ্চ ৩৪ উইকেট শিকার করে সবাইকে তাক লাগিয়ে দেন তিনি।
ক্যারিয়ার শেষ করেছেন তিনি ১৪৫ ম্যাচে ৭০৮ উইকেট শিকার করে। ৩৭ বার ফাইফারের পাশাপাশি ১০ বার নিয়েছেন ম্যাচে ১০ উইকেট। অ্যাশেজ ইতিহাসে তিনি ৩৬ টেস্টে শিকার করেছেন সর্বোচ্চ ১৯৫ উইকেট।

ওয়ানডে ক্রিকেটেও বেশ দাপুটে পারফর্মার ছিলেন শেন ওয়ার্ন। ১৯৯৯ বিশ্বকাপ শিরোপা অজিরা জেতার অন্যতম কারিগর এই স্পিন জাদুকর। পাকিস্তানের বিপক্ষে ফাইনালে ৪ উইকেটসহ পুরো টুর্নামেন্টে ২০ উইকেট নিয়ে ম্যাচসেরা হন তিনি।
১৯৪ ওয়ানডেতে তার উইকেট সংখ্যা ২৯৩। আন্তর্জাতিক ক্রিকেটকে ২০০৭ সালে বিদায় বললেও ক্রিকেটের সঙ্গেই ছিলেন। ধারাভাষ্যকার হিসেবে প্রায়ই তাকে দেখা যেত বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচ ও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। ২০২১-২২ অ্যাশেজেও তাকে শেষবারের মতো ধারাভাষ্যে দেখা যায়।
বিডি প্রতিদিন/মুসা