ইপিএলের পয়েন্ট তালিকায় ১০ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল শীর্ষে থাকা লিভারপুলের। অ্যাস্টন ভিলার মাঠে এগিয়েও গিয়েছিল তারা। কিন্তু দুই গোল হজম করে হারের শঙ্কায় পড়ে অলরেডরা। শেষ পর্যন্ত ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের গোলে পয়েন্ট ভাগাভাগি করেছে আর্নে স্লটের দল।
বুধবার ভিলা পার্কে ২-২ গোলে ড্র করেছে লিভারপুল। তাতে ব্যবধানটা প্রত্যাশিত হয়নি। আট পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে অবস্থান নিলো তারা।
ম্যাচের ২৮তম মিনিটে গোলমুখ খোলেন মোহামেদ সালাহ। কিন্তু হাফটাইমের আগে ইউরি টিয়েলেম্যান্স ও অলি ওয়াটকিন্সের গোলে ঘুরে দাঁড়ায় ভিলা। এরপর আলেক্সান্ডার আর্নল্ডের শট প্রতিপক্ষের গায়ে লেগে জাল কাঁপালে সমতায় ফেরে অতিথিরা।
এই হারে স্লটের দল পয়েন্ট হারালেও শিরোপার দৌড়ে তারা নিরাপদেই থাকলো। আর যেন লড়াইয়ে যোগ দেওয়ার আশা ফিরে পেল এক ম্যাচ কম খেলা আর্সেনাল।
২৬ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে এক নম্বরে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৫৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আর্সেনাল।
বিডি প্রতিদিন/কেএ