দীর্ঘ সময় পর আইসিসি টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে পাকিস্তান। আর ৩ দিন পরই টুর্নামেন্ট শুরু হবে। প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিকরা। চ্যাম্পিয়নস ট্রফির আগে প্রস্তুতিমূলক ত্রিদেশীয় সিরিজের ফাইনালে কিউইদের বিপক্ষে হেরে অস্বস্তিতে পাকিস্তান। এদিকে লম্বা সময় রান খরায় থাকা বাবর আজমও রয়েছেন অস্বস্তিতে।
তবে ঘরের মাঠে চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান দল ও বাবর ভালো খেলবে বলে বিশ্বাস অবসরে যাওয়া পাক পেসার মোহাম্মদ আমিরের। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই বাঁহাতি পেসার লিখেছেন এভাবে, ‘উদ্বিগ্ন হবেন না। পাকিস্তান ও বাবর আজম চ্যাম্পিয়নস ট্রফিতে পারফর্ম করবে। ইনশা আল্লাহ। আমার কথা লিখে রাখুন।’
সম্প্রতি ওয়ানডেতে নতুন পজিশনে ব্যাটিং করছেন বাবর। চোটের কারণে সাইম আইয়ুব না থাকায় এ সংস্করণে ওপেনিং করছেন সাবেক এই অধিনায়ক। এখন পর্যন্ত পাঁচবার ওপেনিংয়ে নেমে বাবর করেছেন ৮৮ রান। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে আয়োজিত সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজেও একই পজিশনে রান পাননি। আমিরের মতে, বাবরের ৩ নম্বরেই ব্যাটিং করা উচিত।
পরশু পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপারে এই পেসার বলেছেন, ‘বাবরের শক্তির জায়গা ৩ নম্বর, ও জানে এ জায়গায় কীভাবে ইনিংসটা গড়তে হয়। টি-টোয়েন্টি ওপেনারের সঙ্গে ওয়ানডে ও টেস্ট ওপেনারের ভূমিকার পার্থক্য আছে। এখানে প্রতিটি অধ্যায় নিয়ে আলাদা কাজ করতে হয়। প্রথম ১০ ওভারে আমাকে সুযোগ নিতে হবে। পরের ১০ ওভারে জুটি গড়তে হবে। ভূমিকা ভিন্ন। বাবর বড় খেলোয়াড়। কিন্তু আমার মনে হয় ওর ৩ নম্বরে ব্যাটিং করা উচিত।’
সাম্প্রতিক বছরগুলো বাবরের ভালো যাচ্ছে না। বিশেষ করে ওয়ানডেতে। সেঞ্চুরি নেই ২১ ইনিংস হয়ে গেছে। এ সময়ে তার সর্বোচ্চ ইনিংসটি ৭৪ রানের। সদ্য সমাপ্তি ত্রিদেশীয় সিরিজের তিন ম্যাচেই ভালো কিছুর ইঙ্গিতে ইনিংস শুরু করেছেন, কিন্তু বড় করতে পারেননি। আউট হয়েছেন যথাক্রমে ১০, ২৩ ও ২৯ রানে। তবে এর মধ্যেও ওয়ানডেতে দ্রুততম ৬ হাজার রেকর্ডে হাশিম আমলাকে স্পর্শ করেছেন।
বাবরের অভিষেকের পর ওয়ানডেতে বাবরের চেয়ে বেশি সেঞ্চুরি করেছেন শুধু বিরাট কোহলি (২৮) ও রোহিত শর্মা (২৫)। এ সংস্করণে তার গড় এখনো ৫৫.৭৩। যার অর্থ, ওয়ানডেতে বাবরের পারফরম্যান্স ভালো, সামনেও সম্ভাবনা যথেষ্ট। আমিরও ওয়ানডের বাবরের ওপর ভরসা রাখতে বলেছেন।
বিডি প্রতিদিন/মুসা